নয়াবাড়ী ইউনিয়নস্থ বাহ্রা ঘাট হতে অরঙ্গাবাদ পর্যন্ত ৩.৫ কিঃ মিঃ।
উপজেলা সদর থেকে বাস, অটোরিক্সা, সিএনজি, ইজিবাইক যোগে বাহ্রা ঘাট হতেই নয়াবাড়ী মিটি পতেঙ্গা নামক দর্শণীয় স্থান।
0
নয়াবাড়ী মিনি পতেঙ্গা। এটি একটি দর্শণার্থীদের জন্য বিনোদনের উত্তম স্থান। পড়ন্ত বিকেলে সোনালী রোদ্দুতে পদ্মার পানি ঢেউ খেলে যাচ্ছে তা দেখে দর্শানার্থীরা মুগ্ধ হয়। আরও আছে দেশীয় কায়দায় রূপালী ইলিশ দরার দৃশ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস